Bayron Biswas : বায়রনকে তৃণমূলের উপহার! নিরাপত্তায় রাজ্য পুলিশ

Bayron Biswas : বায়রনকে তৃণমূলের উপহার! নিরাপত্তায় রাজ্য পুলিশ

কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস৷ যোগদানের ২৪ ঘন্টাও অতিক্রান্ত হয়নি, দলবদলকারী বিধায়কের জন্য বরাদ্দ হল রাজ্য পুলিশের বিশেষ নিরাপত্তা। যা ‘তৃণমূলের উপহার’ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।

সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের নবজোয়ার মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নিজেকে তৃণমূলের লক ও টিকিট না পেয়ে কংগ্রেসে যাওয়ার কথা জানিয়েছেন বিধায়ক নিজে। এরপরেই বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে সাগরদিঘিতে। ছবি পোস্টার পুড়িয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।

সেই পরিস্থিতিতে মঙ্গলবার বিধায়কের শামসেরগঞ্জের বাড়িতে বিশেষ পুলিশি নিরাপত্তা। বাড়িতে দুইজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন‌স্পেক্টর, আট জন সশস্ত্র কনস্টেবল নিযুক্ত হয়েছেন নিরাপত্তার জন্য। অন্যদিকে এক জন সাব ইন‌স্পেক্টর, এক জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন‌স্পেক্টর এবং তিন জন কনস্টেবল বিধায়কের দেহরক্ষী হিসাবে নিযুক্ত হয়েছেন। এর আগে কংগ্রেসের হয়ে জয়ী হওয়ার পর বিধায়ক একাধিক বার রাজ্য পুলিশের কাছে নিজের নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু তা মেলেনি। অথচ দল বদলের ২৪ ঘন্টা না কাটতেই পুলিশি নিরাপত্তা মেলায় বিরোধীদের কটাক্ষ ‘দলবদলের উপহার’!

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ