চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব মুখ্যমন্ত্রী কোটিপতি হলেও একমাত্র তাঁর সম্পত্তি লাখেই সীমাবদ্ধ৷ সম্প্রতি প্রকাশিত এই রিপোর্ট নিয়ে ” এমন নাটক অনেক দেখেছি”, কটাক্ষ ধেয়ে এলো দিলীপ ঘোষের তরফে।

অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস সংস্থার প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকার। তাঁর পরে দ্বিতীয় গরিব কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ও তৃতীয় হরিয়ানার মনোহরলাল খাট্টার। দুইজনেরই সম্পত্তির পরিমান ১ কোটির মতো।

জনপ্রিয় খবর:  Medinipur : মেদিনীপুর হবে বিশ্বমানের স্টেশন, তাঁতিগেড়িয়ায় সাবওয়ে, লিফট উদ্বোধনের পর ঘোষণা

এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, “ওনার ভাই-ভাইপো সবাই কোটিপতি। ওনার সব নেতা একশো-দুশো-পাঁচশো কোটির মালিক! আর মমতা বন্দ্যোপাধ্যায় লাখপতি! এমন নাটক অনেক দেখেছি।”

অন্যদিকে সংস্থাটির রিপোর্ট অনু্যায়ী, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি। তৃতীয় স্থানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি।

জনপ্রিয় খবর:  Medinipur : প্রয়োজনে তলোয়ার হাতে চৌরাস্তায় দাঁড়ানোর হুঁশিয়ারি, রামনবমী নিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের