শহর ও শহরতলীর কাঁচা সব্জির বাজারে যেন আগুন লেগেছে! ক্রমশ বাড়ছে দাম! আর দামের উত্তাপে হাত পুড়ছে মধ্যবিত্ত জনতার। টম্যাটো, বেগুন, উচ্ছে, কাঁচা লঙ্কা থেকে পেঁপে, শসা, আদা! সর্বত্র দামের ছড়াছড়ি! জেলাভিত্তিক বিভিন্ন জায়গায় দামের অল্পবিস্তর তফাৎ থাকলেও ক্রমশ সব্জির মূল্যবৃদ্ধি একই রয়েছে।
সব্জি বাজারে ইতিমধ্যেই কাঁচা লঙ্কার দাম পৌঁছে গেছে কেজি প্রতি প্রায় ৩০০ টাকায়। বেগুন বিকোচ্ছে ১১০ টাকা থেকে ১৫০ টাকা দরে। টম্যাটো ছাড়িয়ে গিয়েছে ১০০ টাকার গণ্ডী। উচ্ছে, বরবটি ছুয়েছে কেজি প্রতি ১০০ টাকা। জ্যোতি আলু বিকোচ্ছে ১৭ টাকা থেকে ২২ টাকা কেজি দরে। শসা ৫০ টাকা থেকে ৭০ টাকা। ঝিঙে ৬০ টাকা থেকে ৮০ টাকা। পটল ৫০ টাকা থেকে ৭০ টাকা। ঢেঁড়স ৬০ টাকা থেকে ৮০ টাকা। আদা অগ্নিমূল্য। কেজি প্রতি ৩০০ টাকার গণ্ডি ছাপিয়ে এখন ৪০০ টাকার দিকে। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের। বাজারওয়ালাদের একাংশ দোষারোপ করছেন এক শ্রেণির ব্যবসাদারদের। অন্যদিকে কিছুজনের বক্তব্য, বর্ষার শুরুতে দাম প্রতি বছরই বাড়ে।