BRAKING NEWS

TET Scam : ‘ইন্টারভিউয়ে মানা হয়নি পদ্ধতি’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জেরার স্বীকার পরীক্ষকদের

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তথা টেট-এর ইন্টারভিউ অ্যাপ্টিটিউড টেস্ট ‘সঠিক পদ্ধতি’ মেনে হয়নি বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রুদ্ধদ্বার জেরার স্বীকার করে নিয়েছেন বেশিরভাগ পরীক্ষক, নথি প্রকাশ করে দাবি মামলাকারীদের আইনজীবীর।

প্রাথমিক শিক্ষক নিয়োগের ২০১৪ সালে টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগের মামলায় পরীক্ষার্থীদের তরফে অভিযোগ উঠেছে, সঠিক নিয়ম মেনে ইন্টারভিউ নেওয়া হয়নি। তারই প্রেক্ষিতে ৩টি জেলার ৩০ জন পরীক্ষককে তলব করে রুদ্ধদ্বার জেরা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার নিয়েই নথি প্রকাশ করেছেন মামলাকারীর আইনজীবী। তাঁর দাবি, ২৫ জন ইন্টারভিউয়ার ‘সঠিক পদ্ধতিতে’ অ্যাপ্টিটিউড টেস্ট হয়নি তা স্বীকার করেছেন। তাঁদের দাবি, বোর্ডের তরফে অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকা ছিল না। এমনকি অ্যাপ্টিটিউড টেস্ট যে নিতে হবে বা তার নম্বর বিভাজন নিয়েও জানানো হয়নি। নিজেরদের বক্তব্যের নথিতে সইও করেছেন ঐ ইন্টারভিউয়াররা। সেই নথিই প্রকাশ করেছেন আইনজীবী।

SSC Scam : চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টে গ্রুপ ডি কর্মীরা, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ