Puri Vande Bharat : রাজ্যে নয়া বন্দে ভারত এক্সপ্রেস, ১৮ মে পুরী থেকে যাত্রা শুরু হাওড়ার উদ্দেশ্যে

Puri Vande Bharat : রাজ্যে নয়া বন্দে ভারত এক্সপ্রেস, ১৮ মে পুরী থেকে যাত্রা শুরু হাওড়ার উদ্দেশ্যে

আগামী ১৮ মে রাজ্যে শুরু হতে চলেছে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। ঐ দিন পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে প্রথম যাত্রা করবে ট্রেনটি। পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে।

২২৮৯৫/৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী সহ ব্যবসায়িক ভাবে চলা শুরু করবে আগামী ২০ মে থেকে। এই সেমি হাইস্পিড অটোমেডেট ট্রেনটির ভাড়া হাওড়া থেকে পুরী ইকোনমি চেয়ার কারের জন্য ক্যাটারিং ছাড়া ১১২৫ টাকা ও ক্যাটারিং সহ ১২৪৫ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য ক্যাটারিং ছাড়া ২২৪৫ টাকা ও ক্যাটারিং সহ ২৪০০ টাকা। পুরী থেকে হাওড়া ট্রেনে ইকোনমি চেয়ার কারের জন্য ক্যাটারিং ছাড়া ১১২৫ টাকা ও ক্যাটারিং সহ ১৪১০ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য ক্যাটারিং ছাড়া ২২৪৫ টাকা ও ক্যাটারিং সহ ২৫৯৫ টাকা।

ট্রেনটি আগাগোড়া সিসিটিভি মোড়া, বায়ো টয়লেট, ৩৬০ ডিগ্রি চেয়ার, দুর্ঘটনা নিরোধক কবচ যুক্ত। ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকাল ০৬:১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর ১২:৩৫ মিনিটে পুরী পৌছাবে। ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দুপুর ০১:৫০ মিনিটে পুরী থেকে ছেড়ে রাত ০৮:৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে। ট্রেনটি স্টপেজ দেবে খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ