BRAKING NEWS

Vande Bharat Express : অচল পুরী-হাওড়া বন্দে ভারত, প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি

পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বিপত্তির মুখে। যাত্রার দ্বিতীয় দিনেই দুর্ভোগের মুখে যাত্রীরা। ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টিতে প্যান্টোগ্রাফ ভেঙে বিদ্যুৎবিচ্ছিন্ন গোটা ট্রেন।

জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত সূচী অনু্যায়ী রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু ওড়িশায় বৈতরণী রোড স্টেশনের কাছে ঝড়বৃষ্টির ফলে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে দাড়িয়ে পড়ে ট্রেন। অন্ধকার হয়ে যায় পুরো ট্রেন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা৷

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ঝড়বৃষ্টির ফলে ইঞ্জিনে গাছের ডাল ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্থ হয় ইঞ্জিন, ভেঙে যায় প্যান্টোগ্রাফ। রেলের তরফে ইঞ্জিন সাড়ানোর কাজ চলছে। সমস্যা সমাধান হলেই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

Leave a Reply