বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে যথেচ্ছ বেতন নেওয়ার৷ তা নিয়ন্ত্রণ করতেই এবার কমিশন গড়ার সিদ্ধান্ত নিয়ে সোমবার বিল পাশ হল রাজ্য মন্ত্রিসভায়। বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ বেতন কত হবে তা নিয়ন্ত্রিত হবে কমিশনের মাধ্যমে।
সোমবার রাজ্যের মন্ত্রিসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন বিল ২০২৩’ নামাঙ্কিত ঐ বিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত রেগুলেটরি কমিশনে থাকবেন রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার, রাজ্যের শিক্ষা সংক্রান্ত গবেষণা এবং প্রশিক্ষণ পরিষদ এসসিইআরটির অধিকর্তা, রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং দু’জন শিক্ষাবিদ।
উক্ত কমিশন বেসরকারি স্কুলগুলির বেতনের পরিমাণ নির্দিষ্ট করবে। সেই সঙ্গে স্কুলের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে অভিভাবকরা কমিশনে জানাতে পারবেন। প্রয়োজনে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে কমিশন। ঐ বিল এরপর বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের অনুমোদন মিললেই আইনে পরিণত হবে।