অতিমারী আবহে বারবার বন্ধ হয়েছে স্কুল। বিঘ্নিত হচ্ছে পঠন পাঠন। সেই সঙ্গে বাড়ছে স্কুল ছুট ছাত্র ছাত্রীদের সংখ্যা। তাই এবার অবিলম্বে স্কুল খোলার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য।
- Advertisement -
করোনার কারনে স্কুল বন্ধ থাকায় অনলাইন মাধ্যমে পড়াশোনার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু অভিযোগ উঠেছে, এই বিষয়ের সাথে সামঞ্জস্য রাখতে পারছে না অধিকাংশ ছাত্রছাত্রী। ফলে বৃদ্ধি পাচ্ছে স্কুলছুটের সংখ্যা। ইতিমধ্যে স্কুল খোলার দাবিতে মোট চারটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।
- Advertisement -
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য আবেদন করেছেন, অবিলম্বে স্কুল খুলে স্কুলছুটের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিক সরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্কুল খোলার আবেদন সংক্রান্ত সবকটি মামলার একত্রে শুনানি হবে শুক্রবার।