BRAKING NEWS

Mid Day Meal : মিড ডে মিল আর শিক্ষকদের দায়িত্ব নয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন

Mid Day Meal : মিড ডে মিল আর শিক্ষকদের দায়িত্ব নয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন, GNE BANGLA

রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন৷ স্কুলের মিড ডে মিলের আর্থিক হিসেব পরিচালনা থেকে অব্যহতি দেওয়া হতে পারে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের, এমনটাই দাবি নবান্ন সূত্রের।

এখনও পর্যন্ত স্কুলগুলিতে মিড ডে মিলের জিনিসপত্র কেনাকাটা, ব্যয়ের হিসেব পরিচালনা সবকিছু তদারকি করেন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মিড ডে মিল সংক্রান্ত আর্থিক পরিচালনা থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অব্যহতি দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর অধীনে বিভিন্ন ব্লকের মহা সঙ্ঘগুলিকে দায়িত্ব দেওয়া হতে চলেছে। আপাতত প্রতি জেলার নির্দিষ্ট কয়েকটি ব্লকে পরীক্ষামূলক ভাবে পাইলট প্রকল্প হিসেবে এই ব্যবস্থা চালু হবে। এরপর প্রকল্পের সাফল্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গিয়েছে, রাজ্যের স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। এপ্রিল মাসে এই পাইলট প্রকল্প শুরু করার জন্য শীঘ্রই দেওয়া হতে পারে নির্দিষ্ট গাইডলাইন।