রাজ্যে স্কুল শিক্ষায় বেসরকারি সংযুক্তিকরণ, রাজভবন অভিযানের ঘোষণা এসএফআই-এর

রাজ্যে স্কুল শিক্ষায় বেসরকারি সংযুক্তিকরণ, রাজভবন অভিযানের ঘোষণা এসএফআই-এর

রাজ্যের তরফে স্কুল শিক্ষায় সরকারি-বেসরকারি সংযুক্তিকরণ নিয়ে ভাবনার কথা প্রকাশ্যে এসেছে। যদিও শিক্ষা দফতরের তরফে এই পরিকল্পনার বিষয়টি অস্বীকার করা হয়েছে, কিন্তু তা কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে।

মডেলের প্রতিবাদ করে রাস্তায় নেমেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। শনিবার কলকাতার গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় সংগঠনের তরফে। ছাত্র সংগঠনের তরফে স্কুল শিক্ষায় অনিয়ন্ত্রিত ফি বৃদ্ধি, স্কুলে মাতৃভাষায় পড়াশোনার অধিকার খর্ব, শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন বা পেনশনের বিষয়ে সরকারের দায়িত্ব বিলোপ প্রভৃতি একাধিক আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:  নাবালিক ছাত্রীকে যৌনহেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

রাজ্য সরকারের পরিকল্পনার বিরুদ্ধে আগামী ১ মার্চ সই সংগ্রহ ও রাজভবন অভিযানের ঘোষণা করেছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, ‘‘শিক্ষা দফতরে অন্তত এই ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। এটা সরকারি নীতি। মুখ্যমন্ত্রীর অভিমতের উপরে নির্ভর করছে। তাঁর সঙ্গে এই বিষয়ে আমার কোনও আলোচনা হয়নি।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ