Plastic Ban: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যান হচ্ছে দেশে, শুক্রবার থেকে কার্যকর

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১লা জুলাই তথা শুক্রবার থেকে সারা দেশে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার, উৎপাদন, বিক্রি, আমদানি, বিতরণ। পরিবেশ রক্ষায় সচেতন পদক্ষেপ আখ্যা পরিবেশপ্রেমীদের।

পরিবেশ মন্ত্রকের তরফে বিগত বছরের আগস্ট মাসে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। ঘোষণা করা হয়েছিল, এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষিত হবে দেশে। এক্সপ্যান্ডেড পলিস্টিরিন, পলিস্টিরিন-সহ সমস্ত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন, বিক্রি, আমদানি, বিতরণ নিষিদ্ধ করা হচ্ছে। সারা দেশেই এই ধরনের প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার সবচেয়ে বেশি। শ্যাম্পুর প্যাকেট বোতল, সাবানের বোতল, চিপসের প্যাকেট, ময়লা ফেলার প্যাকেট প্রভৃতিতে এই প্লাস্টিকের উপস্থিতি থাকে।

এই ধরনের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সাধারণ পরিবেশে বিনষ্ট হয়না। পরিবর্তে ছোট ছোট অংশে ভেঙে গিয়ে পরিবেশের সাথে মিশে সরাসরি দূষণ ছড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ