এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে বিগত মাসেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। দ্বাদশ শ্রেণির ঐ কিশোরী ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই গঠনার তদন্তভার এবার বিশেষ তদন্তকারী দল সিটের হাতে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

বিচারপতি রাজাশেখর মান্থা বৃহস্পতিবার বিশেষ তদন্তকারী দল গঠন করে কালিয়াগঞ্জের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সিটে আছেন রাজ্য পুলিশের আধিকারিক দময়ন্তী সেন, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত এবং প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস। প্রচন্ড চাপের মুখে রাজ্য পুলিশ তদন্ত করতে পারছে না বলেই সিটের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, কেস ডায়েরি এবং অন্যান্য নথি সিটকে দেওয়ার জন্য। প্রয়োজনে দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতিও দেওয়া হয়েছে সিটকে।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে

কালিয়াগঞ্জে এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল এলাকা। দ্বাদশ শ্রেণির ঐ কিশোরী ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামেন বহু মানুষ। দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। পুলিশকে বেধরক পিটিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে৷ তারই মধ্যে কালিয়াগঞ্জ সংলগ্ন রাধিকাপুর পঞ্চায়েতের চাঁদগ্রামে রাত ২ টো নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুঞ্জয় বর্মণ নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবককে নিজেদের কর্মী দাবি করে পুলিশের বিরুদ্ধে রাতে গ্রামে হানা দিয়ে গুলিচালনার অভিযোগ আনে বিজেপি। হয় বনধ। সেই মামলাতেই তদন্তভার এবার বিশেষ তদন্তকারী দলের হাতে।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে