BRAKING NEWS

Soma Chakraborty : এবার ৫৫ লক্ষ টাকা ফেরালেন কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তী

বনি সেনগুপ্তের পর এবার ইডি-র কাছে টাকা ফেরালেন কুন্তল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সোমা চক্রবর্তী। কুন্তলের কাছে ঋণ হিসেবে নেওয়া টাকা তিনি ফিরিয়েছেন বলে খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, ফেরানো টাকার পরিমাণ ৫৫ লক্ষ ৬৩ হাজার।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি গ্রেপ্তার করে তৎকালীন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে। এরপরেই ঘনিষ্ঠ হিসেবে সামনে আসে একটি নেল পার্লারের কর্ণধার সোমা চক্রবর্তীর নাম। জানা যায়, কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিক বার টাকা গিয়েছে তাঁর কাছে৷ সোমাকে তলব করে ইডি। শুক্রবার নথিপত্র সহ সোমা হাজির হয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। এবার বনির মতোই কুন্তলের কাছ থেকে নেওয়া মোট ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা সোমা ইডি-র কাছে ফিরিয়ে দিয়েছেন বলে খবর সূত্রের।

"মুখ্যমন্ত্রীর ছবির নিচে সততার প্রতীক লেখা যাচ্ছে না', বিস্ফোরক স্বীকারোক্তি উদয়ন গুহ-র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *