BRAKING NEWS

TET Scam : পরীক্ষা না দিয়েও ডিএলএড সার্টিফিকেট! প্রাইভেট কলেজগুলি তদন্তের মুখে

প্রাইভেট প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজগুলির বিরুদ্ধে ভর্তিতে অনিয়মের অভিযোগ তো ছিলই, এবার অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে কলেজ না করে এমনকি পরীক্ষা না দিয়েও মিলেছে ডিএলএড সার্টিফিকেট। সূত্রের খবর, সিবিআই তদন্তে উঠে এসেছে এই ধরনের তথ্য।

নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই অভিযোগ উঠেছে, প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের সময়ে কারচুপি চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রের দাবি, শুধুমাত্র টাকার বিনিময়ে প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্লাস না করে এবং পরীক্ষা না দিয়েও সার্টিফিকেট পেয়েছেন অনেক হবু শিক্ষক। সেই সঙ্গে কারচুপি করে ব্যাকডেটেড রেজিষ্ট্রেশনও করা হয়েছে। ফলে এখন তদন্তের মুখে প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজগুলি।

TET Scam : এবার ইন্টারভিউয়ারদের তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রসঙ্গত উল্লেখ্য, অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স নামে সংগঠনের সভাপতি ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। পরে সেই পদে আসেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। এখন দুই জনেই সিবিআই হেফাজতে।