SSC : হাইকোর্টে ক্ষমা চাইলেন এসএসসি চেয়ারম্যান, নম্বর বৃদ্ধির মামলায় হাজিরা

SSC : হাইকোর্টে ক্ষমা চাইলেন এসএসসি চেয়ারম্যান, নম্বর বৃদ্ধির মামলায় হাজিরা

এসএসসি-র নম্বর বৃদ্ধি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এজলাশে হাজির হলেন স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশ বুঝতে ভুল হয়েছিল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ২০১১ সালের পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছিল বলে অভিযোগ ওঠে। ৮৩ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে গত বছর জুন মাসে মামলাকারীদের উক্ত প্রশ্নে নম্বর দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু এসএসসি সেই নির্দেশ মান্য করেনি বলে অভিযোগ ওঠে। গত ১৭ মার্চ সেই মামলার শুনানিতে এসএসসি-কে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি রাজশেখর মান্থা। কড়া ভাষায় তিনি প্রশ্ন করেন, এসএসসি কোর্টের সঙ্গে খেলা করছে নাকি। ‘নিজেরা ভুল করার পরেও কমিশন কেন কোর্টের নির্দেশ কার্যকর করেনি?’ এই প্রশ্ন তুলে, “প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব” বলে হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে আদালতের নির্দেশ কেন কার্যকর হয়নি তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে জানানোর জন্য এসএসসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।

আরও পড়ুন:  Medinipur SSC : ‘ভাই ১২ পেতে পারে না, পেলে মন্ত্রীত্ব ছেড়ে দেবো’, এসএসসি-কে চ্যালেঞ্জ মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর

এরপরেই শুক্রবার এজলাসে হাজিরা দেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বিচারপতির সামনে নিজের বক্তব্য রাখেন। আদালতের নির্দেশ বুঝতে ভুল হয়েছিল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। নির্দেশ কার্যকর করে পদ্ধতিগত ত্রুটি সংশোধনের বিষয়ে কার্যক্রম এসএসসি-কে আগামী শুক্রবার আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে এসএসসি চেয়ারম্যানও সেই রিপোর্ট সশরীরে পেশ করতে পারবেন।

আরও পড়ুন:  SSC : শিক্ষক নিয়োগের নিয়ম বদলাতে সক্রিয় এসএসসি, দুর্নীতি রোধেই পদক্ষেপ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ