BRAKING NEWS

SSC Group C : চাকরি খারিজ ৮৪২ জন গ্রুপ সি কর্মীর, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল ৮৪২ জন গ্রুপ সি কর্মীর। এসএসসি-র মাধ্যমে সুপারিশ পত্র পাওয়া ৭৮৫ জন এবং সুপারিশ পত্র না পেয়েই নিয়োগ পাওয়া ৫৭ জন মিলিয়ে মোট ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি খারিজ হল।

নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি গ্রুপ সি কর্মীদের চাকরি নিয়ে মামলার শুক্রবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। অভিযোগ ওঠে, এসএসসি সুপারিশ পত্র না দিলেও ৫৭ জন গ্রুপ সি কর্মী চাকরিতে নিযুক্ত হয়েছেন। যা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলেন বিচারপতি। শুক্রবার শুনানির প্রথমার্ধে দুপুর ১ টা নাগাদ বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযুক্ত ৫৭ জন গ্রুপ সি কর্মীর নামের তালিকা ২ ঘন্টার মধ্যে প্রকাশ করার কড়া নির্দেশ দেন এসএসসি-কে। সময়সীমার আগেই, ২টো ৩১ মিনিটে এসএসসির ওয়েবসাইটে সুপারিশ ছাড়া চাকরি পাওয়া ৫৭ জন গ্ৰুপ সি কর্মীর নামের তালিকা প্রকাশ করা হয়।

SSC Group C : সুপারিশ ছাড়াই ৫৭ জনের চাকরির অভিযোগ, দু'ঘন্টার মধ্যে তালিকা প্রকাশের আদেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এরপর সাড়ে তিনটে নাগাদ মামলার দ্বিতীয়ার্ধের শুনানি শুরু হয়। গ্রুপ-সি পদে চাকরি পাওয়া ৭৮৫ জন কর্মীর সুপারিশপত্র ও চাকরি এবং সুপারিশপত্র না পেয়েই চাকরি পাওয়া ৫৭ জন কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, শুক্রবার থেকেই ঐ ৮৪২ জন কর্মী স্কুলে প্রবেশ করতে পারবেন না। এসএসসি কর্তৃপক্ষকে শনিবার দুপুর ১২ টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে ঐ কর্মীদের সুপারিশপত্র প্রত্যাহার করে নিতে হবে।

SSC Group C : ৩,১১৫ জনের ওএমআর শিট প্রকাশ কমিশনের, এবার কি চাকরি যাবে গ্রুপ সি-এর