BRAKING NEWS

SSC Group C Scam : চাকরি গেল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই ও মুখ্যমন্ত্রীর ভাইঝির, শোরগোল রাজ্য রাজনীতিতে

SSC Group C Scam : চাকরি গেল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই ও মুখ্যমন্ত্রীর ভাইঝির, শোরগোল রাজ্য রাজনীতিতে, GNE BANGLA

বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের তরফে এসএসসি-র গ্রুপ সি কর্মীদের ৩১১৫ টি ওএমআর শিট প্রকাশ করা হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল এসএসসি-র মাধ্যমে সুপারিশ পত্র পাওয়া ৭৮৫ জন এবং সুপারিশ পত্র না পেয়েই নিয়োগ পাওয়া ৫৭ জন মিলিয়ে মোট ৮৪২ জন গ্রুপ সি কর্মীর। সেই তালিকাতেই নাম রয়েছে শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে অর্থাৎ ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

দোলের উপহার মুখ্যমন্ত্রীর, প্রায় ৩ হাজার শূন্য পদে নিয়োগের অনুমোদন মন্ত্রীসভার

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রকাশিত ওএমআর শিটের তালিকার ১১০১ নম্বরে ছিল খোকন মাহাতোর ওএমআর। শুক্রবার সুপারিশ পত্র পেয়ে চাকরি যাওয়া ৭৮৫ জনের তালিকায় ২৮৪ নম্বরে রয়েছে তাঁর নাম। বৈতা শ্রী গোপাল হাইস্কুলে কর্মরত ছিলেন তিনি। সম্পর্কে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর একমাত্র ভাই।

অন্যদিকে ওএমআর তালিকার ৬০৮ নম্বরে ও গ্রুপ সি পদে বহিস্কৃতদের ৭৮৫ জনের তালিকার ১৫৫ নম্বরে নাম রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের। বোলপুর হাইস্কুলে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে, তিনি নীহার মুখোপাধ্যায়ের কন্যা। নীহার মুখোপাধ্যায় বর্তমানে বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। নীহার মুখোপাধ্যায়ের অপর একটি পরিচয়, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে। বিরোধীদের তরফে অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বৃষ্টি মুখোপাধ্যায়কে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল।

DA Allowance : 'আমার মুন্ডু কেটে নিন, এর বেশি ডিএ পাবেন না'- সরকারি কর্মীদের সাফ বার্তা মমতার