BRAKING NEWS

SSC Group C : চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গ্রুপ সি কর্মীরা

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয়েছে ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গ্ৰুপ সি কর্মীদের একাংশের আবেদন।

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে গ্রুপ-সি পদে চাকরি পাওয়া ৭৮৫ জন কর্মীর সুপারিশপত্র ও চাকরি এবং সুপারিশপত্র না পেয়েই চাকরি পাওয়া ৫৭ জন কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত শুক্রবারের এই নির্দেশের পর আর স্কুলের প্রবেশ করতে পারবেন না চাকরি যাওয়া কর্মীরা। হাইকোর্টের নির্দেশে দুর্নীতিতে অভিযুক্ত চাকরি যাওয়া কর্মীদের নাম, স্কুলের নাম সহ তালিকাও প্রকাশ করে এসএসসি৷ সেই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি, মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই সহ একাধিক তৃণমূল মন্ত্রী ও বিধায়কের আত্মীয়, ঘনিষ্ঠ, তৃণমূল নেতার নাম। যা নিয়ে রাজনৈতিক শোরগোল চলছে রাজ্যে৷ তারই মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরি যাওয়া গ্রুপ সি কর্মীদের একাংশ। এই সপ্তাহের মধ্যেই বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।

SSC Group C : সুপারিশ ছাড়াই ৫৭ জনের চাকরির অভিযোগ, দু'ঘন্টার মধ্যে তালিকা প্রকাশের আদেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের