SSKM Madan Mitra : এসএসকেএম বনাম মদন মিত্র! কড়া বার্তা এসএসকেএম কর্তৃপক্ষের

SSKM Madan Mitra : এসএসকেএম বনাম মদন মিত্র! কড়া বার্তা এসএসকেএম কর্তৃপক্ষের

এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তিকে কেন্দ্র করে এসএসকেএম কর্তৃপক্ষ বনাম মদন মিত্র সংঘাত। বাইক দুর্ঘটনায় আহত রোগীকে নিজে উপস্থিত থেকেও এসএসকেএম হাসপাতালে ভর্তি করাতে পারেননি অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মদন মিত্র। এবার পাল্টা বিবৃতিতে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করার অভিযোগ অনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রীও এসএসকেএম কর্তৃপক্ষের পাশে আছেন বলে জানিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে৷ বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পাল নামে এক যুবক এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নেয়নি। হাসপাতালে উপস্থিত হয়েছিলেন মদন মিত্র৷ তাঁর অভিযোগ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসদের হস্তক্ষেপেও ভর্তি নেওয়া হয়নি গুরুতর আহত রোগীকে। পিজি হাসপাতালে ‘দালালরাজ’ চলছে বলে অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন মদন।

এরপরে শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “কাল রাতে হাসপাতালে যা ঘটেছে, তা অনভিপ্রেত। ইচ্ছাকৃত ভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের হেনস্থা এবং গালিগালাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। আমি তাঁকে ঘটনার কথা বিস্তারিত জানিয়েছি। তিনি এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন।” সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এসএসকেএম কর্তৃপক্ষ হাসপাতালে দালালরাজের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ট্রমা কেয়ারে ভেন্টিলেশন শয্যা খালি না থাকায় রোগীকে ভর্তি করা যায়নি। হাসপাতালে গুন্ডামি বরদাস্ত করা হবেনা বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ