BRAKING NEWS

Municipality Scam : পুরসভা নিয়োগে সিবিআই তদন্ত বন্ধের আর্জি রাজ্য সরকারের

পুরসভার নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা বিচারপতি অমৃতা সিংহের এজলাসে যেতেই সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি পেশ করলো রাজ্য সরকার।

ধৃত অয়ন শীলের মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ইডির আইনজীবী জানিয়েছিলেন, পুরসভার নিয়োগেও অনিয়মের প্রমান পেয়েছেন তদন্তকারীরা৷ প্রায় ১০০ কোটি টাকার বেশি লেনদেনের হয়েছে এমন তথ্য মিলেছে। কিছু তথ্য ও নথি সিবিআই-কে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এরপরে বিচারপতি জানান, সিবিআই প্রয়োজনবোধ করলে পৃথক এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে পারে।

সেই মামলা বিভিন্ন ঘটনা প্রবাহে এখন বিচারপতি অমৃতা সিংহের এজলাসে। সেখানেই বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। আগামী সোমবার মামলার শুনানি হতে পারে।

 

Leave a Reply