অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মামলায় নতুন মামলা দায়ের করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল আবেদন দাখিল করলে সুপ্রিম দায়েরের অনুমতি দিয়েছে। গ্রীষ্মকালীন অবসরের পর মামলাটির শুনানি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে অভিষেক (Abhishek Banerjee) মামলায় স্বতঃপ্রণোদিত ভাবে রাজ্যের তরফে মামলা দায়েরের অনুমতি প্রার্থনা ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের কটাক্ষ, অভিষেককে বাঁচাতে আসরে নেমেছে খোদ রাজ্য সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই ও ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশ বহাল রাখেন ও সেই সঙ্গে পুনর্বিবেচনার আবেদনের সারবত্তা না থাকায় অভিষেকের ২৫ লক্ষ টাকা জরিমানা করেন। সেই নির্দেশের বিপক্ষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সহ একাধিক ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করেন অভিষেক, কিন্তু তা গৃহীত হয়নি৷ এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সুপ্রিম কোর্টের শুনানিতে অভিষেকের চটজলদি গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করে ইডি ও সিবিআই এর সম্ভাব্য কড়া পদক্ষেপের বিরুদ্ধে সুরক্ষাকবচ ও দ্রুত শুনানির আর্জি জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙভি। তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, সিবিআই তদন্তে ও সিবিআই-এর অভিষেককে জেরায় হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত। তবে কলকাতা হাইকোর্টের অভিষেককে ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশে শুক্রবার স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের জেকে মাহেশ্বরী এবং পিএস নরসীমহার অবকাশকালীন বেঞ্চ। ফলে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় জিজ্ঞাসাবাদে বাধা থাকছে না সিবিআই-এর। আগামী ১০ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। তারই মধ্যে অভিষেক-মামলায় শীর্ষ আদালতে পৃথক মামলা করলেন রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল।