BRAKING NEWS

Central Force : তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, রামনবমীর ঘটনা নিয়ে হাইকোর্টের নির্দেশ

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাম নবমীর শোভাযাত্রার সময় উত্তপ্ত হওয়া এলাকাগুলিতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ সেই সঙ্গে বৃহস্পতিবার রাজ্য জুড়ে হনুমান জয়ন্তী পালন নিয়ে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত উল্লেখ্য, রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এলাকা। রাজ্যে অশান্তির ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা করেন। আদালতের কাছে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের দাবি জানান। এরও একাধিক মামলা ছিল এই বিষয়ে। বুধবার রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

রাজ্যে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী নিয়ে একাধিক ধর্মীয় মিছিলের ঘোষিত কর্মসূচি রয়েছে৷ তার আগে বুধবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অশান্ত এলাকাগুলি তথা হাওড়া ও চন্দননগর কমিশনারেটে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার। সেই সঙ্গে পুলিশের তরফে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার যে কোনও মিটিং-মিছিলের জন্য উদ্যোক্তাদের আগাম অনুমতি নিতে হবে, ধর্মীয় শোভাযাত্রায় স্বেচ্ছাসেবকদের তালিকা পুলিশের কাছে জমা দিতে হবে, তাদের পরিচয়পত্র দেবে পুলিশ, পরিচয়পত্র ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে না৷

 

Leave a Reply