BRAKING NEWS

SSC Scam : মন্ত্রী ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতার চাকরি গেছে, নিরুদ্দেশ যুব তৃণমূলের সহ সভাপতি

হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে এসএসসি গ্রুপ সি কর্মীদের। সেই তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারের ছয়ঘড়া হাইস্কুলের গ্রুপ সি পদে কর্মরত সামসুর রহমানের। তিনি আবার হেমতাবাদ ব্লকের যুব তৃণমূল সহ সভাপতি এবং হেমতাবাদের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজনৈতিক মহলে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয়েছে ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি। তারপর থেকে রাজ্য রাজনীতিতে শোরগোল। বাতিল তালিকায় সামনে আসছে একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী ঘনিষ্ঠ ও আত্মীয়ের নাম। সেই তালিকায় এবার নতুন সংযোজন হেমতাবাদের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ হেমতাবাদ ব্লকের যুব তৃণমূল সহ সভাপতি সামসুর রহমানের নাম। এসএসসি-র তরফে প্রকাশিত চাকরি বাতিল তালিকায় ৫৫১ নম্বরে রয়েছে ইটাহারের ছয়ঘড়া হাইস্কুলের গ্রুপ সি পদে কর্মরত সামসুরের নাম।

SSC Group C : সুপারিশ ছাড়াই ৫৭ জনের চাকরির অভিযোগ, দু'ঘন্টার মধ্যে তালিকা প্রকাশের আদেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

তাৎপর্যপূর্ণ ভাবে, তারপর থেকেই নিরুদ্দেশ সামসুর৷ হেমতাবাদে তাঁর বাড়িতে তিনি নেই বলে খবর সূত্রের। গত ৯ মার্চের পর থেকে স্কুলেও আসেননি। অন্যদিকে স্কুল সূত্রে খবর, এখনও পর্যন্ত চাকরি বাতিল সংক্রান্ত কোনো নির্দেশিকা আসেনি স্কুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *