SSC Group D : হাঁফ ছাড়লেন চাকরি হারানো কর্মীরা, বেতন ফেরতে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

SSC Group D : হাঁফ ছাড়লেন চাকরি হারানো কর্মীরা, বেতন ফেরতে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

আপাতত হাঁফ ছাড়লেন কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা। স্কুলের গ্রুপ ডি কর্মীদের বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাকি সব নির্দেশ বহাল রাখা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিটের প্রাপ্ত নম্বরে কারচুপি করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে আদালতে স্বীকার করে নেয় এসএসসি৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন, ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করে চাকরি থেকে বরখাস্ত করার। সেই সঙ্গে আর কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবেন না দোষীরা। ৫ বছর ধরে প্রাপ্ত বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৩ ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরি থেকে বরখাস্ত হওয়া গ্রুপ ডি কর্মীরা। এরপর বেতন ফেরতের নির্দেশকেও চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান তাঁরা।

আরও পড়ুন:  ‘৫ বছর চাকরিতে শ্রম দিয়েছেন’, বেতন ফেরতের বিরুদ্ধে গ্রুপ ডি কর্মীরা ডিভিশন বেঞ্চে

‘৫ বছর চাকরিতে শ্রম দেওয়ার পরেও বেতন ফেরত কেন দিতে হবে’ এই প্রশ্ন তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম মজুমদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন গ্রুপ ডি কর্মীরা। আগামী ৩ রা মার্চ পর্যন্ত বেতন ফেরতের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো ডিভিশন বেঞ্চ। যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাকি সব নির্দেশ বহাল রেখেছে হাইকোর্ট। ৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ