গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের কন্যা তিনি। এবার তিনি ইডি হেফাজতে। মিলেছে তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হদিস। একদিকে ব্যাঙ্কে কোটি কোটি টাকা, অন্যদিকে কোটি কোটি টাকা বাজারদরের কাঠা কাঠা জমি। অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের সেই সব সম্পত্তির সরকারি নথি ইডির তরফে প্রকাশ্যে আনা হতে পারে বলে দাবি ইডি সূত্রের।

জনপ্রিয় খবর:  Sukanya Mondal : অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডল গ্রেপ্তার, দীর্ঘ জেরার পর ইডি হেফাজতে

বুধবার সারাদিন জেরার পর সুকন্যা মণ্ডলকে দিল্লিতে গ্রেপ্তার করে ইডি। অভিযোগ, সুকন্যা তদন্তে অসহযোগিতা করেছেন। সূত্রে দাবি করা হয়েছে, বোলপুর পুর এলাকার সুকন্যার নামে রয়েছে ১২০ কাঠা জমি। সেই জমির আনুমানিক বাজারদর প্রায় ২৫ কোটি ২০ লক্ষ টাকা। এছাড়াও সুকন্যার নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গচ্ছিত আছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সুকন্যাকে আদালতে পেশ করা হতে পারে৷ সেই সময়ে এই নথি প্রকাশ করা হতে পারে বলে খবর ইডি সূত্রে।

জনপ্রিয় খবর:  Anubrata Mondal : এবার মেয়েও গ্রেপ্তার! জামিন পেতে কাকুতিমিনতি 'বীরভূমের বাঘ'-এর