গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া সুকন্যা মণ্ডলকে ১২ দিনের জেলা হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির রাউস এভিনিউ আদালত। একই মামলায় অন্যতম অভিযুক্ত বাবা অনুব্রত মণ্ডলের মতোই তিহাড় জেলে ঠাঁই হতে চলেছে সুকন্যার।

গরু পাচার মামলায় আগে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখন তিনি তিহাড় জেলে। এরপর তার কন্যা সুকন্যা মণ্ডলকে একাধিক বার জেরার জন্য তলব করা হলেও এড়িয়ে যান তিনি। অবশেষে গত বুধবার ২৬ এপ্রিল টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় সুকন্যাকে গ্রেপ্তার করে ইডি। শনিবার পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ হয়।

এরপর দিল্লির রাউস এভিনিউ আদালতে ভার্চুয়াল মাধ্যমে সুকন্যাকে হাজির করায় ইডি। তাঁর ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে। বাবার মতোই দিল্লির তিহাড় জেল আপাতত ঠাঁই হতে চলেছে মেয়ের।