বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলায় শুনানি নিয়ে উঠে গেল প্রশ্ন চিহ্ন। সংবাদমাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে হলফনামা তলব করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি, এসএসসি সহ একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন। গত বছরের সেপ্টেম্বর মাসে একটি জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দেন। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরেই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে সাক্ষাৎকার নিয়ে হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট।

জনপ্রিয় খবর:  Ration Card : পরিযায়ী শ্রমিকদের ৩ মাসের মধ্যে রেশন কার্ড দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সেই সঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সংবাদমাধ্যমে বিচারাধীন বিষয় নিয়ে বিচারক সাক্ষাৎকার দিতে পারেন না। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে বিচারক ঐ মামলায় অংশগ্রহণ করতে পারেন না।