‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির উপর পশ্চিমবঙ্গ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে পশ্চিমবঙ্গে সিনেমাটির প্রদর্শন চলবে৷

গত ৮ মে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির উপর পশ্চিমবঙ্গ সরকারের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ছবিকে কেন্দ্র করে অশান্তি হতে পারে, এই আশঙ্কার কথা জানিয়ে, রাজ্যে শান্তিশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটিকে এ রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেন। ছবিটির প্রযোজক বিপুল শর্মা তৃণমূল সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

জনপ্রিয় খবর:  Summer Vacation : গরমের ছুটি আরও ১০ দিন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সুপ্রিম কোর্টে ‘কেরালা স্টোরি’র নিষেধাজ্ঞা নিয়ে সমালোচিত হয়েছে রাজ্য সরকার। রাজ্যে প্রদর্শনের কারণে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। তাই শীর্ষ আদালত এই নিষেধাজ্ঞায় কোনো যৌক্তিকতা পায়নি। ভাবনার ভিত্তিতে সিনেমাটি নিষিদ্ধ করে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা যায় না বলেও সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে। সেই সঙ্গে সিনেমাটির উপর রাজ্যের জারি করা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

জনপ্রিয় খবর:  Coromandel Express : বালেশ্বর যাচ্ছেন মোদী, কপ্টারে রওনা মমতার, অল্প আহতদের অর্থ সাহায্য রেলের