BRAKING NEWS

Abhishek Banerjee : সুপ্রিম কোর্টে ফের ধাক্কা অভিষেকের, সিবিআই জেরায় ও তদন্তে হস্তক্ষেপ নয় আদালতের

সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই (CBI) তদন্তে ও সিবিআই-এর অভিষেককে জেরায় হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত। তবে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) অভিষেককে ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশে শুক্রবার স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের জেকে মাহেশ্বরী এবং পিএস নরসীমহার অবকাশকালীন বেঞ্চ। ফলে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) পুনরায় জিজ্ঞাসাবাদে বাধা থাকছে না সিবিআই-এর। আগামী ১০ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে ইডি ও সিবিআই এর হাত থেকে সুরক্ষাকবচের আর্জিও খারিজ করেছিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ।

কুন্তল ঘোষের ইডি ও সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে পাঠানো চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ইডি ও সিবিআই প্রশ্ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি সিনহার এজলাসে আসে সুপ্রিম কোর্টের আদেশে। আদালতের নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের জন্য বিচারপতি সিনহার এজলাসে আবেদন করেন অভিষেক। আবেদন খারিজ করেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে আবেদনের কোনো সারবত্তা না মেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি।

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সহ একাধিক ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর দ্রুত শুনানির আবেদন গৃহীত হয়নি৷ প্রধান বিচারপতি অবসরকালীন বেঞ্চে ফেরত পাঠান মামলা। তারপরেই দ্রুত শুনানি ও রক্ষাকবচ চেয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শুনানিতে অভিষেকের চটজলদি গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করে ইডি ও সিবিআই এর সম্ভাব্য কড়া পদক্ষেপের বিরুদ্ধে সুরক্ষাকবচের আর্জি জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙভি। তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে নোটিশ দিয়ে অভিষেককে নিজাম প্যালেসের দপ্তরে তলব করে সিবিআই। এরপরেই সিবিআই দপ্তরে হাজির হয়ে জেরার মুখোমুখি হন তৃণমূল সাংসদ।

 

Leave a Reply