ED : নথি সহ সিউড়ি থানার আইসিকে তলব ইডির, নজরে গরু পাচার কাণ্ড

ED : নথি সহ সিউড়ি থানার আইসিকে তলব ইডির, নজরে গরু পাচার কাণ্ড

ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের নথি সহ সিউড়ি থানার আইসি মহম্মদ আলি হোসেনকে এবার তলব ইডির। সূত্রের খবর, শনিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের অনুমান, গরু পাচার কাণ্ডে তদন্তের খাতিরেই এই তলব।

গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর এক কালের দেহরক্ষী সহগল হোসেন সকলেই এখন তিহাড় জেলে বন্দি। তাঁরা আসানসোলে বিশেষ সংশোধনাগারে বন্দি থাকাকালীন অতিরিক্ত সুবিধা পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এরপরে আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে আগামী ৫ এপ্রিল দিল্লিতে ইডির দফতরে দফতরে তলব করা হয়েছে৷ অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে, সিউড়ি থানার আইসি মহম্মদ আলি হোসেন বিগত কয়েক মাস অনুব্রত মণ্ডলের মামলা লড়ার খরচ জুগিয়েছেন। এরপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সহ তাঁকে ইডি তলব করেছে বলে খবর সূত্রের৷

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ