এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডেও হবে মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসা , নয়া পদক্ষেপ নিল নবান্ন। শুধু তাই নয় , স্বাস্থ্যসাথী কার্ড ( swasthya sathi card ) নিয়ে ক্যান্সারের চিকিৎসার নামে যাতে কেউ জালিয়াতিও করতে না পারে তার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে নবান্ন। এদিন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্যসাথী ( swasthya sathi card ) প্রকল্প শুরুর পর থেকেই একাধিক জালিয়াতির অভিযোগ উঠেছে বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে , সেই জালিয়াতিতে লাগাম টানতে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই মতো এদিন ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। সেখানে বিস্তারিত ভাবে জানানো হয়েছে , কিভাবে স্বাস্থ্য সাথী কার্ডে ( swasthya sathi card ) মিলবে ক্যানসারের চিকিৎসা।

এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন শুধুমাত্র গ্রাহ্য হবে স্বাস্থ্যসাথী প্রকল্পে। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি সহ রেডিয়েশন অঙ্কোলজির ব্যবস্থা থাকলে তবেই সেই নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করানো যাবে। বড় হাসপাতাল ছাড়া স্বাস্থ্যসাথী কার্ডে করানো যাবে না কেমোথেরাপি। শুধু তাই নয় , কেমোথেরাপির প্রত্যেকটি নথি স্বাস্থ্য সাথী পোর্টালে আপলোড করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই।