কুন্তল ঘোষ ও তাপস মন্ডল, এখন সাংবাদমাধ্যমে দুই বহুল চর্চিত নাম। দুইজনেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত৷ এর আগে তাপস মন্ডল কুন্তলের বিরুদ্ধে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছিলেন। এবার টাকার অঙ্ক পাঁচ গুণ বাড়িয়ে ৫০০ কোটি টাকার খেলার অভিযোগ আনলেন তিনি।

বৃহস্পতিবার আলিপুরের আদালত চত্বরে তাপস মন্ডল বলেন, “প্রথম দিনে বলেছি ১০০ কোটির খেলা। এখন যেটা শুনছি ৫০০ কোটির খেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ও যত টাকা তুলেছে, তা হাওয়ালাতে খাটাচ্ছে।” এই অভিযোগ প্রসঙ্গে কুন্তল বলেন, ‘‘ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। ভুলভাল বকছে।’’

জনপ্রিয় খবর:  Jiban Krishna Saha : ভোরে গ্রেপ্তার জীবনকৃষ্ণ সাহা, ৬৫ ঘণ্টা তল্লাশির পর হেফাজতে

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে ধৃত কুন্তল ঘোষ ও তাপস মন্ডল পরস্পরের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ এনেছেন। “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তদন্তকারীরা চাপ দিচ্ছেন”, এমন অভিযোগ এনে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন কুন্তল ঘোষ। সেই প্রসঙ্গে এদিন তাপস বপেন, কুন্তল নাটক করছেন।

জনপ্রিয় খবর:  Jibankrishna Saha : পুকুরে মোবাইল-পেনড্রাইভ-হার্ডডিস্ক, সিঁদুর কৌটোয় সিম, বিধায়কের বাড়িতে জারি তল্লাশি