BRAKING NEWS

ধীরে ধীরে মজবুত হচ্ছে বামেরা, পঞ্চায়েতে কী তবে খেলা ঘুরছে?

রাজ্যে ফের মজবুত হচ্ছে বাম জোট। ক্রমশ বাম জোটকে মাঠে, ঘাটে, ময়দানে আন্দোলনে করতে দেখা যাচ্ছে। এ রাজ্যে একসময় ৩৪ বছর রাজত্ব করেছে বামেরা৷ যদিও বর্তমানে বিধানসভায় একজনও বাম সদস্য নেই। সময়ের দরুন হাওয়া বদল হচ্ছে। ধীরে ধীরে মজবুত হচ্ছে বামেরা। পঞ্চায়েত ভোটে কি তবে এর নজির মিলবে?

এ রাজ্যে কংগ্রেস ও বামেদের মধ্যে সামঝোতা রয়েছে বরাবরই। সম্প্রতি সাগরদিঘি বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল বামেরা। সেখানে জোটের কংগ্রেস প্রার্থী জিতেছে। বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় সিপিএমের মিটিংয়ে ভিড় বাড়ছে। তবে এবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিল প্রায় আড়াই হাজার পরিবার।

প্রসঙ্গত উত্তর ২৪ পরগণায় ভাঙন ধরলো তৃণমূল কংগ্রেসে। সাগরদিঘির উপনির্বাচনের পর নতুন করে অক্সিজেন পেয়েছে সিপিএম। বসিরহাটের হাসনাবাদে এক সিপিআইএমের কর্মীসভায় তৃণমূল শিবির থেকে বাম শিবিরে যোগ দেয় প্রায় ৬০ জন। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় শাসক দল ছেড়ে বামেদের দলে যোগ দিয়েছেন বহু মানুষ।

Leave a Reply