ফের করোনা বিধিনিষেধের সম্ভাবনা, ‘স্কুল খোলা থাকবে কিনা, রিভিউ করুন’, সাগরে বললেন মুখ্যমন্ত্রী

ফের করোনা বিধিনিষেধের সম্ভাবনা, 'স্কুল খোলা থাকবে কিনা, রিভিউ করুন', সাগরে বললেন মুখ্যমন্ত্রী

আশঙ্কা আগেই করা হয়েছিল। বড়দিনের পরেই রাজ্যে ফের বেড়ে চলেছে করোনা সংক্রমনের হার। অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রণও। এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সাগরের প্রশাসনিক বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল কলেজ খোলা থাকে নিয়েও পর্যবেক্ষনের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “দেশে থার্ড ওয়েভ এসে গিয়েছে। ওমিক্রন বাড়ছে। এই অবস্থায় স্কুল, কলেজ খোলা রাখা যাবে কি না দেখে নাও। যদি দেখ, বেশি কেস বাড়ছে, থার্ড ওয়েভ হচ্ছে, আমরা কিন্তু তাহলে আবার কিছুদিনের জন্য স্কুল, কলেজ বন্ধ করে দেব।”

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

এছাড়াও সচেতনতার বার্তা দিয়ে প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, “বাইরে থেকে ফ্লাইটে এসে কোভিড বাড়ছে। ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে ডিসিশন নাও। দেখে নাও, দরকার হলে কলকাতায় কনটেনমেন্ট জোন। ৫০ পার্সেট ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। দেখে নাও, আবার রিভিউ কর। লোকাল ট্রেনও প্রয়োজন হলে কমাতে হবে। তবে ট্রেন এখনই কমাবেন না। গঙ্গাসাগর আছে। অনেক মানুষ আসেন। তবে অবশ্যই সবাইকে মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মানুষকে সচেতন হতে হবে।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, “এটা ছড়াচ্ছে বেশি, মানে স্প্রেড বেশি হচ্ছে, কিন্তু ফ্যাটাল নয়।”

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ