ইতিহাসের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক নন্দীগ্রাম আন্দোলন, এই দাবি জানিয়ে ২০১৭ সালে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। পাঠ্যসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংশ্লিষ্ট কমিটির এই রায় দিয়ে মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট।
এর আগে রাজ্যে সিঙ্গুর আন্দোলনকে অষ্টম শ্রেণীর ইতিহাসের পাঠক্রমে যুক্ত করা হয়েছিল। এরপরেই নন্দীগ্রাম আন্দোলনকেও যুক্ত করার দাবি ওঠে। জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার হল মামলার রায়দান। পাঠ্যসূচি সংক্রান্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে পারে এই রায় দিয়েছে প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে মামলাকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন করার পরামর্শ দিয়ে মামলাটি খারিজ করা হয়েছে।