বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতাতে বুধবার বিকালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার থাকতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

জনপ্রিয় খবর:  Heat Wave : পুরুলিয়া-বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। উষ্ণতা বিরাজ করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই পরিস্থিতিতে বুধবার বিকালে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।