শিক্ষাগত ও পেশাদার ভাবে ছিলেন ইঞ্জিনিয়ার। ছিল বেসরকারী ক্ষেত্রের মোটা মাইনের চাকরি। কিন্তু সরকারি চাকরির মোহে কম বেতন হলেও যোগ দিয়েছিলেন স্কুলের করণিক পদে। এবার এসএসসি গ্রুপ সি কান্ডের জেরে আদালতের নির্দেশে গেল সরকারি চাকরি৷ অকুলপাথারে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার ছেলে ও তাঁর পরিবার।
দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব মুখোপাধ্যায়। ইঞ্জিয়ারিং বিটেক পাশ করার পরে পেয়েছিলেন মোটা মাইনের বেসরকারি চাকরি। কিন্তু সেই বাঙালির সরকারি চাকরির মোহ, সঙ্গে অসুস্থ বাবা-মায়ের কাছাকাছি থাকার জন্য অপেক্ষাকৃত অনেক কম বেতনের স্কুলের করণিক পদে ২০১৮ সালে যোগ দেন অর্ণব। এখন ওএমআর দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছে তাঁর।
- Advertisement -
অর্ণবের পরিবারে বক্তব্য, মোটা মাইনের চাকরি ছেড়ে কম মাইনের চাকরির জন্য কেউ চাকরি চুরি করে না৷ তাঁরা দায় ঠেলেছেন সরকারের দিকে। দাবি করেছেন সরকারি পদক্ষেপ।
- Advertisement -