BRAKING NEWS

Kunal Ghosh on Kaustav Bagchi: “কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি”, উল্টো সুর কুণাল ঘোষের

রাজ্য অশান্তি ছড়ানো ও হুমকি দেওয়ার অভিযোগে শনিবার সকালে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচি। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান ও কুরুচিপূর্ণ বন্তব্যের অভিযোগ এনেছে তৃণমূল। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে দলীয় অবস্থানের বিরোধিতা করে “কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি” মন্তব্য সহ সমাজমাধ্যমে ‘ব্যক্তিগত’ বক্তব্য পেশ করলেন তৃণমূল।

কৌস্তুভ বাগচির গ্রেপ্তারি নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি সেই সময়ে কৌস্তভের গ্রেপ্তারি সম্পর্কে দলের অভিমতের সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়ে ‘কৌস্তুভ বাগচির গ্রেপ্তার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত’ শীর্ষক দীর্ঘ লিখিত বক্তব্য সমাজমাধ্যমে পেশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “কৌস্তুভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না।”

TMC : তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে, ছবি ও নাম বদলে দেওয়া হল

তৃণমূল নেতার ব্যাখ্যা, “এতে কৌস্তুভ প্রচার পাবে, বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে, একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে, কিছু মানুষের সহানুভূতি পাবে। গ্রেফতারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তারা।” তিনি আরও লিখেছেন, “আমি কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি। এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে।”

Kaustav Bagchi : "মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন", গ্রেপ্তার হয়ে মন্তব্য কংগ্রেস নেতা কৌস্তুভের