বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই হেফাজতে৷ বিধায়ক ছাড়াও তিনি স্কুল শিক্ষক। বিধায়কের বেতন ছাড়াও পান শিক্ষক হিসাবে বেতন। এবার শিক্ষকতার বেতন বন্ধ করার জন্য সুপারিশ করেছে তাঁর স্কুল।

তৃণমূলের বিধায়ক হওয়ার পাশাপাশি শিক্ষক হিসাবেও কর্মরত ছিলেন জীবনকৃষ্ণ সাহা। প্রাথমিক বিদ্যালয়ে ২০০৪ সাল থেকে শিক্ষকতা করতেন তিনি। এরপর বীরভূমের নানুরের দেবগ্রাম হাইস্কুলে ২০১৩ সালে চাকরি পান। ২০২১ সালে বদলি নিয়ে আসেন কুণ্ডল হাইস্কুলে। কিন্তু অভিযোগ, তিনি স্কুলে আসতেন না। বিধায়ক হওয়ার পরে স্কুলে ছুটি নেন। কিন্তু তারপরেও নিয়মিত পেতেন স্কুলের বেতন, সঙ্গে বিধায়কের বেতন। দীর্ঘ ৬ মাস স্কুলে না গিয়েও তিনি বেতন নিতেন বলে অভিযোগ।

জনপ্রিয় খবর:  Kuntal Ghosh : সুপ্রিম কোর্টে কুন্তল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ

এরপর গত ১৭ এপ্রিল সিবিআই এর হাতে গ্রেপ্তার হন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তারপরেই নানুরের দেবগ্রাম হাইস্কুলের তরফে বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তাঁর বেতন বন্ধ করার জন্য সুপারিশ করা হয়েছে বলে সূত্রের খবর। সুপারিশ গিয়েছে, শিক্ষা ডিরেক্টোরেটে। সুপারিশের প্রতিলিপি গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদেও। অনুমান করা হচ্ছে, সুপারিশ গৃহীত হলেই বন্ধ হবে বিধায়কের শিক্ষকতার বেতন।

জনপ্রিয় খবর:  Recruitment Scam : চাকরি হারানো ১০ জন গ্রুপ-সি কর্মীকে তলব সিবিআই-এর