BRAKING NEWS

SSC Group C : চাকরি যাওয়া গ্রুপ সি পদে কাউন্সিলিং, নোটিস দিল এসএসসি

SSC Group C : চাকরি যাওয়া গ্রুপ সি পদে কাউন্সিলিং, নোটিস দিল এসএসসি, GNE BANGLA

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছে স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ৮৪২ জন। তার মধ্যে ৭৮৫ জন সুপারিশপত্র পেয়েছিলেন এসএসসি-র তরফে৷ সেই সুপারিশপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবার সেই ৭৮৫ শূন্য পদে নিয়োগের জন্য কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি দিল এসএসসি।

সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে এসএসসি-র তরফে জানানো হয়েছে, ১০ মার্চ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৭৮৫ জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, ঐ শূন্য পদে মেধাতালিকা অনু্যায়ী ওয়েটিংলিস্ট থেকে কাউন্সিলিং করা হবে। কাউন্সিলিং তারিখ ও বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে৷ সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, ওয়েটিংলিস্ট থেকে কাউন্সিলিং এর মাধ্যমে ডাক পাওয়া কোনো প্রার্থী কোনো রকম দুর্নীতি বা ওএমআর শিট বিকৃতি কান্ডে জড়িত হলে তাঁর প্রার্থীপদ তৎক্ষনাৎ বাতিল করা হবে৷

SSC Group C Scam : চাকরি গেল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই ও মুখ্যমন্ত্রীর ভাইঝির, শোরগোল রাজ্য রাজনীতিতে