মধ্যশিক্ষা পর্ষদের কাগজপত্রে নিজের নাম, বাবার নাম প্রভৃতি তথ্য সংশোধনের খরচ বৃদ্ধি করলো পর্ষদ। শুক্রবার এই খরচ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পর্ষদের তরফে।

মধ্যশিক্ষা পর্ষদের অধীনে মাধ্যমিক পাশ করা ব্যক্তি, বর্তমান পরীক্ষার্থী, সদ্য মাধ্যমিক পাশ পরীক্ষার্থী সকলের ক্ষেত্রে ২০ তম অ্যাডহক কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নথি সংশোধনের খরচ বৃদ্ধি করা হয়েছে। নথি সংশোধনের জন্য জন্ম সার্টিফিকেট অথবা কোনও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর করা হলফনামা সহ আবেদন জমা করতে হবে পর্ষদে। যে কোনো তথ্য সংশোধনের জন্য খরচ পড়বে ১০০০ টাকা। পর্ষদের তরফে, প্রায় ১৩ বছর পর নথি সংশোধনের খরচ বাড়ানো হয়েছে।