State Budget 2023 : ৩% ডিএ বৃদ্ধি, রাস্তাশ্রী প্রকল্প, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ একগুচ্ছ ঘোষণা মমতার সরকারের

State Budget 2023 : ৩% ডিএ বৃদ্ধি, রাস্তাশ্রী প্রকল্প, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ একগুচ্ছ ঘোষণা মমতার সরকারের

রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় রাজ্য বাজেটে ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মার্চ মাস থেকেই বাড়তি মহার্ঘভাতা মিলবে। এছাড়াও রাস্তাশ্রী প্রকল্প, যুব সমাজের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের ঘোষণা হয়েছে রাজ্য বাজেটে।

বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিক ভাবে বাজেটে ডিএ বৃদ্ধির প্রস্তাব ছিল না। বক্তৃতার শেষে একটি চিরকুট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে। চিরকুটটি অরূপবাবু চন্দ্রিমা ভট্টাচার্যর হাতে দেওয়ার পর মার্চ মাস থেকে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন:  মমতার কাছে ‘ফেল’ করে গিয়েছেন খোদ হিটলারও বললেন তৃণমূল শীর্ষ নেতা

বাজেটে নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তার সংস্কারে ‘রাস্তাশ্রী প্রকল্পে’র জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। যুবক যুবতীদের জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’। ১৮-৪৫ বছর বয়সী ২ লক্ষ যুবক-যুবতী আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ৬ মাস বৃদ্ধি করা হয়েছে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ ছাড় এবং জমি, বাড়ির বাজারমূল্যের সার্কল রেটের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড়। বিধায়ক উন্নয়ন তহবিল বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করা হবে। লক্ষ্মীর ভান্ডারের আওতায় থাকা ১.৮৮ কোটি মহিলাদের ক্ষেত্রে বয়স ৬০ বছর অতিক্রম করলে সরাসরি বার্ধক্যভাতার সুবিধা মিলবে। ডেউচা পাঁচামিতে ৩৫ হাজার কোটি টাকা লগ্নি। ১ লক্ষ চাকরি হবে বলে ঘোষণা।

আরও পড়ুন:  Medinipur : এক দিন আগেই বন্ধ ট্রেড ফেয়ার, মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি জোরকদমে

এইদিন বাজেট পেশের শুরুতে কেন্দ্রকে আক্রমণ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, দেশের মধ্যে রাজ্যে সর্বাধিক স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়া হয়েছে। পরিমাণ ১৩ হাজার ৬০৭ কোটি টাকা। দুয়ারে সরকার প্রকল্পে রাজ্যের ৩ লক্ষ ৭১ হাজার বাড়ির মোট ৯ কোটি মানুষ উপকৃত হয়েছে বলে দাবি মন্ত্রীর। মন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার লজ্জাজনক ভাবে ১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়ে দেওয়ায় গরীব মানুষের জীবন প্রভাবিত হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ