আজ ২৫শে জানুয়ারি ২০২৩ পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গেছে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১,৯৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডিসচার্জ রেট ৯৮.৯৮%। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসজনিত কারণে কেউ মারা যায় নি।
পশ্চিমবঙ্গের ২৫ জানুয়ারি ২০২৩ এর রিপোর্ট করা তথ্য অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে পশ্চিমবঙ্গে মোট মৃত্যুর সংখ্যা ২১,৫৩২। করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২১,১৮,৭৩০। করোনা ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০,৯৭,১৫০ জন। বর্তমানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৮ জন।
- Advertisement -
এখন পর্যন্ত পরীক্ষিত মোট নমুনার সংখ্যা ২,৭০,১৭,০১৭ টি। আজকের পজিটিভিটি রেট ০.১০%। মাস্ক ব্যবহার করুন ও সোশ্যাল ডিসটেন্স মেনে চলুন।