BRAKING NEWS

SSC : শিক্ষক নিয়োগের নিয়ম বদলাতে সক্রিয় এসএসসি, দুর্নীতি রোধেই পদক্ষেপ

নিয়োগ দুর্নীতি আবহে শিক্ষক নিয়োগের নিয়ম বদলাতে শিক্ষা দফতরের কাছে সুপারিশ করলো স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি। অ্যাকাডেমিক স্কোর তুলে দিয়ে কাউন্সেলিং অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া পুনরায় চালু করার সুপারিশ করা হয়েছে।

বুধবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অ্যাকাডেমিক স্কোর ব্যবস্থা তুলে দিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া ফিরিয়ে আনতে রাজ্য শিক্ষা দফতরের কাছে সুপারিশ করেছে এসএসসি। তিনি জানিয়েছেন, যে সব চাকরি প্রার্থী বেশ কিছু বছর আগে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন তাঁদের সঙ্গে সদ্য পাশ করা প্রার্থীদের অ্যাকাডেমিক স্কোরে ব্যবধান তৈরি হয়। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুযায়ী নম্বর প্রাপ্তির ক্ষেত্রেও ভিন্নতা থাকে। সেই কারণে ২০১৯-২০ সালে নিয়োগ পরীক্ষায় কাউন্সেলিং উঠে গেলেও পুনরায় তা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে এসএসসি।

Leave a Reply