BRAKING NEWS

ভ্যালেন্টাইন্স ডে-র পরেই কি বিদায় নেবে শীত? কি বলছে হাওয়া অফিস

সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তার আগে শুরু হয়েছে আবহাওয়া এদিক-ওদিক। কখনও ঠাণ্ডা, তো কখনও গরম। ঘরে ঘরে হানা দিচ্ছে সর্দি, কাশি, গলা ব্যথা। শীত তবে কি বিদায় বার্তা দিচ্ছে, কি বলছে হাওয়া অফিস!

আবহাওয়া দফতরের রিপোর্ট অনু্যায়ী, দক্ষিণবঙ্গে রাতের আবহাওয়া বিশেষ পরিবর্তন এখন হবে না। আজ, ৮ ই ফেব্রুয়ারি তাপমাত্রা অল্প কমলেও পরের দিন ফের কমতে পারে। তাপমাত্রার এই কমা ও বৃদ্ধি ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশাও থাকবে। ১৪ ই ফেব্রুয়ারির পর থেকে ক্রমশ বিদায় নেবে শীত। অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Jangalmahal Weather Update : আজ ৩/২/২০২৩ কেমন থাকতে পারে জঙ্গলমহলের আবহাওয়া দেখে নিন