স্বাস্থ্যবিমায় সুখবর! রোগ নথিভুক্ত না থাকলেও দিতে হবে সুবিধা রায় সুপ্রিম কোর্টের

স্বাস্থ্যবিমায় সুখবর! রোগ নথিভুক্ত না থাকলেও দিতে হবে সুবিধা রায় সুপ্রিম কোর্টের

স্বাস্থ্যবিমা নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। স্বাস্থ্যবিমার গ্রাহকের ফর্মে কোন নির্দিষ্ট রোগের উল্লেখ না করা হলেও সেই অসুস্থতার জন্য বীমা পরিষেবা দিতে হবে সংস্থাকে।

অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে স্বাস্থ্যবিমা গ্রাহকের ‘প্রোপোজাল ফর্ম’ এ কোন অসুস্থতার কথা উল্লেখ না করলে পরবর্তীতে সেই উল্লেখ করে গ্রাহককে বঞ্চিত করে বীমা প্রদানকারী সংস্থা। সম্প্রতি সেই বিষয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। বিদেশ ভ্রমনের আগে মনমোহন নন্দ স্বাস্থ্যবিমা নেন। সান ফ্রান্সিসকো বিমানবন্দরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তার অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়। কিন্তু বিমাগ্রাহক তাঁর হাইপারলিপিডিমিয়া এবং ডায়াবিটিসের উল্লেখ করেননি এই কারন দেখিয়ে বীমা প্রদানকারী সংস্থা ব্যয়ভার বহনে অস্বীকৃতি জানায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৮/১১/২০২২
আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিভি নগরত্নের ডিভিশন বেঞ্চ সেই মামলায় জানিয়েছেন, বিমাগ্রাহক বিমায় নথিভুক্ত রোগের বাইরে অন্য রোগে অসুস্থ হলেও বিমার টাকা পাওয়ার যোগ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ