কর্ণগড়-রাণি শিরোমণি’র কথা তুলে ধরতে ফিচার ফিল্ম
শালবনী: চলছে শ্যুটিং। ঋষি অরবিন্দ ইনস্টিটিউট অফ টিচার এডুকেশনের উদ্যোগে খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলেছে ‘শিরোমণি’। ট্যাগলাইন, যুদ্ধরূপেণ-মাতৃরূপেণ।
নিসর্গ নির্যাসের স্ক্রিপ্ট ও ডিরেকশনে অভিনয় করেছেন সহেলি বেরা খান, সুদীপ কুমার খাঁড়া, রিমা, শম্পা, শ্যামসুন্দর ফারুক, জিতেন, লব প্রমুখ। সহায়তায় কর্ণগড় মন্দির কমিটি। মন্ত্র পাঠ করেছেন সংগীত শিল্পী সুলগ্না চক্রবর্তী। সিনেমাটোগ্রাফার অরিত্র। যন্ত্রানুসঙ্গীতে শঙ্খদীপ।
শর্টফিল্মে তুলে ধরা হয়েছে রাণি শিরোমণি, দেবী মহামায়ার কথা। ছত্রে ছত্রে রয়েছে ইতিহাস। কল্পনা ও ইতিহাসের ফিকশনে তৈরি এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। চলচ্চিত্র সম্পাদনা করছেন সুনীল বিশ্বাস। ইতিহাস নিয়ে সচেতনতা গড়ে তোলার পরেই এলাকাজুড়ে উঠছে খননকার্যের দাবি।
মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট কর্ণগড়। চলছে সৌন্দর্যায়ন, মন্দির সংস্কার, বৃক্ষরোপণ, উদ্যান, শৌচালয় তৈরির কাজ। কর্ণগড় গড়ে উঠছে পর্যটন কেন্দ্র হিসেবে। সকলেরই বিশ্বাস, এলাকায় খননকার্য হলে ঐতিহ্যবাহী ইতিহাস উঠে আসবে। আরও মর্যাদা পাবে ড্রিম প্রোজেক্ট।