ট্রেনের ভাড়া নির্ধারনের ক্ষমতা এবার বেসরকারি সংস্থার হাতে


Train fares is now in the hands of the private sector
GNE NEWS DESK : এবার বেসরকারি সংস্থার(Private Sector) হাতে সম্পূর্ন ভাবে ট্রেনের দায়িত্ত্ব তুলে দেবার কথা ঘোষনা করলেন প্রধানমন্ত্রী(PM)। শুক্রবার রেল বর্ডের চেয়ার ম্যান ভি কে যাদব ঘোষনা ওই সমস্থ সংস্থার হাতেই থাকবে ট্রেনের ভারা নির্ধারন করার চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর এরুপ সিদ্ধান্তে জনগনের এখন একটাই আশঙ্কা তবে কি ট্রেনের ভাড়া এবার পূর্বের তুলনায় বাড়তে চলেছে?
তবে খানিক স্বস্থির আশ্বাস দিয়েছে রেল(Rail) কর্তৃপক্ষ। বেসরকারি সংস্থা গুলি ট্রেনের ভাড়া বারলেও তা অন্যান্য যানবাহনের সাথে সামঞ্জস্য রেখেই নির্দ্ধারিত হবে।
পরিষেবার উন্নতি থেকে শুরু করে স্টেশনের পরিষেবার উন্নতি প্রভৃতি কারনে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত।বেসরকারি সংস্থা গুলির হাতে মোট ১০৯ টি রুটের জন্য ১৫১ ট্রেন তুলে দেওয়া হয়। তবে মোদীর এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব রাজনৈতিক মোহল।ভি কে যাদবের অভিমত যেই সমস্থ পথে ট্রেন গুলি চালানো হবে সেই সব রুটের এসি বাস ভাড়া ও বিমান ভাড়া বিবেচনা করেই ট্রেন গুলির ভাড়া নির্ধারন করবে বেসরকারি সংস্থা গুলি।
বেসরকারি সংস্থা গুলির মধ্যে ট্রেন পরিষেবার ভার পেতে পারে অ্যালস্টম এস এ , আদানি এনটারপ্রাইস, জিএম আর ইনফ্রাস্ট্রাকচারের মত সংস্থা গুলি।এই পরিকল্পনায় খরচ হতে পারে ভারতীয় মুদ্রায় ৩২ হাজার কোটি টাকা।রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন যাত্রীদের কাছ থেকে ইউজার ফি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্টেশনের পরিষেবার উন্নতির কারনে।