স্ত্রীর চাহিদার শেষ নেই! স্বামীকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিল হাইকোর্ট

images 2024 02 03t190503.020

স্বামীর আর্থিক সামর্থ্য সীমিত। কিন্তু স্ত্রীয়ের নিত্যনতুন চাহিদার জেরবার তিনি। অসম্মতি জানালেই অশান্তি, বারবার আর্থিক সামর্থ্য মনে করিয়ে দিয়ে দ্বন্দ্ব। তিতিবিরক্ত স্বামীকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। নিম্ন আদালতও একই আদেশ দিয়েছিল। তার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছিলেন ঐ মহিলা।

স্বামীর সাধ্যেই বাইরে গিয়ে স্বপ্নপূরণের জন্য চাপ দেন স্ত্রী। স্বামীর উপর তৈরি করা হয় মানসিক চাপ। এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি নীনা বনসল কৃষ্ণার বেঞ্চের। দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি বিঘ্নিত হচ্ছে স্ত্রীয়ের জন্য, যা স্বামীর প্রতি নিষ্ঠুরতার সামিল, তা মেনে নিয়ে বিবাহবিচ্ছেদের রায় দিয়েছে হাইকোর্ট। এর আগে বিচ্ছেদ চেয়ে প্রথমে পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন যুবক। তা মঞ্জুর করে নিম্ন আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন যুবকের স্ত্রী। কিন্তু স্ত্রীয়ের মানিয়ে নেওয়ার মানসিকতা নেই জানিয়ে বিচ্ছেদের নির্দেশ বহাল রেখেছে হাইকোর্ট।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ