Bigamy : ডিভোর্স না করে অন্য মহিলার সঙ্গে থাকা দ্বিতীয় বিবাহের অপরাধ, রায় আদালতের

Bigamy : ডিভোর্স না করে অন্য মহিলার সঙ্গে থাকা দ্বিতীয় বিবাহের অপরাধ, রায় আদালতের

প্রথম স্ত্রীর বর্তমান থাকলে তাঁর সঙ্গে আইনি বিচ্ছেদ তথা ডিভোর্সের আগেই অন্য মহিলার সঙ্গে সম্পর্ক বা একত্রযাপন, লিভ-ইন বা বিয়ের পর্যায়ে পড়ে না। সেই সঙ্গে তা বাইগ্যামির সমতুল্য অপরাধ বলে জানালো পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

পাঞ্জাবে একত্রযাপন করা এক যুগল আদালতে নিরাপত্তার আবেদন জানান। কিন্তু জানা যায়, ঐ যুগলের পুরুষ ব্যক্তিটির স্ত্রী কন্যা বর্তমান ও তাঁর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়নি। এরপরেই আদালত সেই আর্জি খারিজ করে দেয়। আদালত জানিয়েছে, আইনি ভাবে বিবাহবিচ্ছেদের নির্দেশ ছাড়া অন্য কারও সঙ্গে বিবাহ বা একত্রযাপন ভারতীয় দণ্ডবিধির ৪৯৪/৪৯৫ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ